Membership Form
Help Line: +8801772-344646 (10:00AM - 5:00PM)
আমি বি.জি.ডব্লিউ.টি.এফ’র সদস্য হওয়ার সকল শর্ত পড়ে এবং বুঝে আবেদন করিলাম। আমার দেওয়া সকল তথ্যই সঠিক। বি.জি.ডব্লিউ.টি.এফ’র একজন গর্বিত সদস্য হিসেবে আমাকে গ্রহণ করতে আপনাদের সদয় দৃষ্টি কামনা করছি।
Bangladesh Garments Washing Technologist Foundation এর সদস্য পদ লাভের শর্তসমূহঃ-
ক) অবশ্যই ওয়াশিং সেক্টরের সাথে সম্পর্কিত এরকম প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে।
-
খ) বাংলাদেশের নাগরিক হতে হবে।।
-
গ) সর্বনিম্ন ইনচার্জ পদবীধারী হতে হবে।।
-
ঘ) বি.জি.ডব্লিউ.টি.এফ’র কর্তৃক প্রদত্ত নিয়ম-কানুন মেনে চলতে হবে।
-
ঙ) সাধারণ সদস্যদের মেয়াদ উত্তীর্ণ হলে অবশ্যই নতুন করে আবেদন করতে হবে অন্যথায় সদস্যপদ বাতিল হয়ে যাবে।
-
চ) আজীবন সদস্য ফি-৫১০০ টাকা (এককালীন) প্রদান করতে হবে।
-
ছ) সাধারণ সদস্য ফি-১১০০ টাকা (দুই বছরের জন্য) প্রদান করতে হবে।
-
জ) অনলাইনের মাধ্যমে আপডেট তথ্য প্রদান করে আবেদন করতে হবে।
-
ঝ) সাদা ব্যাকগ্রাউন্ডযুক্ত পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করতে হবে।
কেন বি.জি.ডব্লিউ.টি.এফ’র সদস্য হবেন?
ক) সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সকল ওয়াশিং টেকনোলজিষ্টদের সংগঠন এই বি.জি.ডব্লিউ.টি.এফ। সবার সাথে ভ্রাতৃত্ত্ব বন্ধনে আবদ্ধ হতে বি.জি.ডব্লিউ.টি.এফ সেতুবন্ধন হিসেবে কাজ করে।
খ) বি.জি.ডব্লিউ.টি.এফ একটি অ-রাজনৈতিক, অ-লাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান-তাই নিজেকে অসহায়, দরিদ্র মানুষের পাশে বিলিয়ে দিতে একজন মানবতাবাদী স্বেচ্ছাসেবী হিসেবে আত্মপ্রকাশ করুন।
গ) বি.জি.ডব্লিউ.টি.এফ ওয়াশিং টেকনোলজিষ্টদের মিলনস্থল হওয়ায় পৃথিবীর অন্যান্য দেশের ওয়াশিং শিল্পের সাথে তাল মিলিয়ে চলতে নিজেদের মধ্যে থাকা জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি করা।
ঘ) বি.জি.ডব্লিউ.টি.এফ’র সদস্য হিসেবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা বাবদ আর্থিক সুবিধা পাওয়া, নির্দিষ্ট রেষ্টুরেন্ট সমূহে স্পেশাল ডিসকাউন্ট পাওয়া, নির্দিষ্ট পোশাক ক্রয়ের আউটলেটে স্পেশাল সুবিধা পাওয়া ইত্যাদি।
ঙ) বি.জি.ডব্লিউ.টি.এফ’র একজন সদস্য হিসেবে মৃত্যু পরবর্তী ইন্সুরেন্সের ব্যবস্থা।
চ) চাকুরীবিহীন দক্ষ সদস্যদের চাকুরীর ব্যবস্থা করা।