Blog

Sustainable Development Of Denim Washing Workshop

বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন  কর্তৃক আয়োজিত চতুর্থবারের মত অনুষ্ঠিত হলো “সাসটেইনেবল ডেভেলপমেন্ট অন ডেনিম ওয়াশ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা । গতকাল ২৫শে নভেম্বর ২০২২ইং তারিখে ঢাকার উত্তরাস্থ হোটেল শী-সেলে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন ওয়াশিং ফ্যাক্টরীর টেকনিশিয়ানগণ, বায়িং হাউজের টেকনিশিয়ানগণসহ কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রশিক্ষনার্থীরা স্বঃতর্স্ফূতভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বি জি ডব্লিউ টি এ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মেহেদী হাসান, বর্তমান সভাপতি জনাব আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহাশিনউজ্জামান শিশির, নির্বাহী সদস্য কামাল উদ্দিন মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে “সাসটেইনেবল ডেভেলপমেন্ট অন ডেনিম” এর উপর বিশদভাবে আলোচনা করেন ভারটেক্স গ্রুপের হেড অব অপারেশন্স জনাব রেজা-ই-রাব্বি, ক্রাউন ওয়্যার প্রাইভেট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিঃ মনিরুজ্জামান বাবু, তারাসীমা এ্যাপারেলসের চীফ অপারেটিং অফিসার জনাব কামাল উদ্দিন মিয়া, ওয়াশ এন্ড ওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব মহাশিনউজ্জামান শিশির, ষ্টারলিং লন্ড্রি লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব ইঞ্জিঃ মেহেদি হাসান।

এরকম আয়োজনে প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাপক উল্লোসিত লক্ষ্য করা যায়। তারা এধরনের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে আয়োজন করার পক্ষে মতামত প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।

Share this Post