বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশের ওয়াশিং শিল্পের উন্নয়নে এই সেক্টরে কর্মরত ওয়াশিং টেকনোলজিষ্টদের মধ্যে ভ্রাতৃত্ব্য বন্ধন বৃদ্ধি ও টেকনিক্যাল জ্ঞানসমূহ একে অন্যের সাথে আদান-প্রদানের মাধ্যমে একটি দক্ষ জনশক্তি তৈরী এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে দেশের আরএমজি সেক্টরকে অনন্য উচ্চতায় আসীন করতে ২০০৯ সালে বাংলাদেশ ওয়াশিং টেকনোলজিষ্ট এসোসিয়েশন সংক্ষেপে বি ডব্লিউ টি এ’র যাত্রা শুরু হয়। পরবর্তীতে বি ডব্লিউ টি এ’র অন্তবর্তীকালীন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অত্র সংগঠনটি বাংলাদেশ ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন সংক্ষেপে বি ডব্লিউ টি এফ নামে তার কার্যক্রম বেগবান করতে থাকে। ২০১২ সালে সংগঠনটির প্রয়োজনীয়তা ব্যপকহারে বৃদ্ধি পাওয়ায় সর্বসম্মতিক্রমে ফাউন্ডেশনটি “বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন” যা সংক্ষেপে বি জি ডব্লিউ টি এফ নামে পরিচিতি লাভ করে। তৎকালীন সময়ে বি জি ডব্লিউ টি এফ’র কার্যক্রম অনুসারে রানা প্লাজায় আহত-নিহতদের পাশে দাঁড়াতে বি জি এম ই এ বরাবর আর্থিক অনুদান প্রদান করে। এছাড়া অসহায় মানুষদের আর্থিক সহায়তায় বি জি ডব্লিউ টি এফ তার হাত প্রসারিত করতে থাকে। সর্বজন স্বীকৃত এই ফাউন্ডেশনটির প্রাতিষ্ঠানিক রুপ দিতে ২০১৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর বরাবর আবেদন করা হয় এবং ফাউন্ডেশনটির সকল কার্যক্রম যাচাই-বাছাই পূর্বক এটি রেজিষ্ট্রেশন লাভ করে যার নম্বর-১১৯৬৪। অতপর ফাউন্ডেশনটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে তার নির্ধারিত কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে ফাউন্ডেশনটিতে রেজিষ্ট্রার্ড ২৫০ এর অধিক আজীবন সদস্য এবং ৫০০এর অধিক সাধারণ সদস্য রয়েছে। ফাউন্ডেশনটির কার্যক্রম অনুযায়ী ওয়াশিং সেক্টরে কর্মরত টেকনোলজিষ্টদের স্বাস্থ্য সচেতন এবং পরিবেশের কেমিক্যালের প্রভাবসমূহের কথা বিবেচনা করে সাসটেইনেবল কেমিক্যাল ম্যানেজমেন্ট নামে সভা, সেমিনার ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বন্যায় দূর্গত মানুষদের আর্থিক সহায়তা, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ, অসুস্থ মানুষদের চিকিৎসা, খাদ্য প্রদানের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান, বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা, মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজনসহ বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কাজ করে আসছে। বাংলাদেশের আর এম জি সেক্টরের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ওয়াশিং টেকনোলজিষ্টদের গুরুত্ব অপরিসীম। এই সেক্টরের টেকনোলজিষ্টদের হাত এবং মেধার সমন্বয়ে একটি সাধারণ ডেনিম প্যান্ট মাত্র ২ ডলার থেকে উন্নীত হয়ে ৫০ ডলারে রুপান্তরিত হয়। অদূর ভবিষ্যতে বি জি ডব্লিউ টি এফ বাংলাদেশে দক্ষ ওয়াশিং টেকনোলজিষ্ট তৈরী করতে একটি ওয়াশিং ইনিষ্টিটিউট গড়ে তুলতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে বি জি ডব্লিউ টি এফ'র উজ্জল ভবিষ্যত কামনা করছি।