Admin
Apr 12, 2022-7:35 PM
ওয়াশিং সেক্টরে দীর্ঘদিন যাবৎ অসামান্য অবদান রাখায় বি.জি.ডব্লিউ.টি.এফ পরিবার তাকে এ সম্মাননা প্রদান করেন। জনাব মোঃ রেজা-ই-রাব্বী বর্তমানে ভারটেক্স আরএমজি ডিভিশনে হেড অব অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এছাড়া তিনি স্টারলিং গ্রুপের ব্লু ক্রিয়েশন লিমিটেডে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সি এন্ড এ বায়িং হাউজসহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। সম্মাননা প্রদান কালে উপস্থিত ছিলেন বি.জি.ডব্লিউ.টি.এফ সভাপতি জনাব আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জনাব মহাসিন উজ্জামান শিশির, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী জনাব ইঞ্জিঃ মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দরা। বি. জি.ডব্লিউ.টি.এফ পরিবারের পক্ষ থেকে আমরা তার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করছি।