Blog

image

Admin

Apr 16, 2022-9:06 AM

বি জি ডব্লিউ টি এফ'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ ১৫ই এপ্রিল ২০২২ইং রোজঃ শুক্রবার ঢাকা উত্তরাস্থ ম্যাপল লিপ হোটেলে অনুষ্ঠিত হলো বি জি ডব্লিউ টি এফ'র পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বি জি ডব্লিউ টি এফ'র উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মেহেদী হাসান, সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহাশিনুজ্জামান শিশির, সাবেক সভাপতি জাকির হোসেন লেলিন, এস আলম শাহীন, মোঃ শাহজাহান মজুমদারসহ অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি জি ডব্লিউ টি এফ'র শুভানুধ্যায়ীবৃন্দ। দোয়া মাহফিলে দেশ ও জাতির উদ্দেশ্যে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া কামনা করা হয়। দোয়া পর্ব পরিচালনা করেন হাফেজ মুফতি ইব্রাহিম। সংক্ষিপ্ত আলোচনা পর্বে বি জি ডব্লিউ টি এফ'র সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে সবাই বি জি ডব্লিউ টি এফ কে একটি শক্তিশালী ও কার্যকর ফাউন্ডেশন হিসেবে গড়ে তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আশা ব্যক্ত করেন।