Blog

image

Admin

Nov 27, 2022-5:52 AM

বি জি ডব্লিউ টি এফ কর্তৃক "সাসটেইনেবল ডেভেলপমেন্ট অন ডেনিম ওয়াশ" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন  কর্তৃক আয়োজিত চতুর্থবারের মত অনুষ্ঠিত হলো “সাসটেইনেবল ডেভেলপমেন্ট অন ডেনিম ওয়াশ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা । গতকাল ২৫শে নভেম্বর ২০২২ইং তারিখে ঢাকার উত্তরাস্থ হোটেল শী-সেলে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন ওয়াশিং ফ্যাক্টরীর টেকনিশিয়ানগণ, বায়িং হাউজের টেকনিশিয়ানগণসহ কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রশিক্ষনার্থীরা স্বঃতর্স্ফূতভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বি জি ডব্লিউ টি এ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মেহেদী হাসান, বর্তমান সভাপতি জনাব আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহাশিনউজ্জামান শিশির, নির্বাহী সদস্য কামাল উদ্দিন মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে “সাসটেইনেবল ডেভেলপমেন্ট অন ডেনিম” এর উপর বিশদভাবে আলোচনা করেন ভারটেক্স গ্রুপের হেড অব অপারেশন্স জনাব রেজা-ই-রাব্বি, ক্রাউন ওয়্যার প্রাইভেট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিঃ মনিরুজ্জামান বাবু, তারাসীমা এ্যাপারেলসের চীফ অপারেটিং অফিসার জনাব কামাল উদ্দিন মিয়া, ওয়াশ এন্ড ওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব মহাশিনউজ্জামান শিশির, ষ্টারলিং লন্ড্রি লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব ইঞ্জিঃ মেহেদি হাসান।

এরকম আয়োজনে প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাপক উল্লোসিত লক্ষ্য করা যায়। তারা এধরনের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে আয়োজন করার পক্ষে মতামত প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়াশিংয়ে নতুন নতুন তথ্য শেয়ার এবং একে অপরের মধ্যে ভাতৃত্ব বন্ধনে গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন যা সংক্ষেপে বি.জি.ডব্লিউ.টি.এফ নামে পরিচিত। যার সরকারী নিবন্ধন নং ১১৯৬৪। ফাউন্ডেশনটি ইঞ্জি মেহেদী হাসানের হাত ধরে ২০০৯ সালে যাত্রা শুরু করে রানা প্লাজায় আর্থিক অনুদান, টেক্সটাইল সেক্টরে বিভিন্ন কার্যক্রমের উপর সভা সেমিনার, অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো, মে দিবস পালন, ইফতার মাহফিলের আয়োজন, শীতকালে শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছে।

প্রতি বছর বি.জি.ডব্লিউ.টি.এফ এর সকল সদস্যদের নিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা রিজেন্সীর মত বড় বড় হোটেলে বার্ষিক সাধারণ সভা ও টেকনোলজিষ্টদের মিলন মেলা করে আসছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, গ্রুপ ডিরেক্টর, গ্রুপ চেয়ারম্যান ও বি.জি.এম.ই,এ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে ২০২২-২০২৩ সেশনে সভাপতি হিসেবে জনাব আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক হিসেবে ইঞ্জিঃ মহাশিনউজ্জামান শিশির দায়িত্ব পালন করে আসছেন।