Published Date: 02-11-23
বি জি ডব্লিউ টি এফ বার্ষিক মিলন মেলা-২০২৩ সংক্রান্ত জরুরী তথ্য
আসসালামুআলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ.....
আপনারা জেনে আনন্দিত হবেন
যে, গতকাল ১০ই ফেব্রুয়ারী-২৩ইং তারিখে ঢাকাস্থ শী-সেল রেষ্টুরেন্টে বি.জি.ডব্লিউ.টি.এফ’র
কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ফাউন্ডেশনের নির্বাহী
কমিটির সর্বোচ্চ উপস্থিতিতে বেশি কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা ফাউন্ডেশন এবং
সদস্যদের স্বঃতস্ফূর্ততা আরো বাড়িয়ে দিবে বলে আশা করছি।
১। ইনশাআল্লাহ আগামী ১ মাসের
মধ্যে বি.জি.ডব্লিউ.টি.এফ’র নিজস্ব জমি ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই জমিতেই
আমাদের ভবিষ্যত টেকনিশিয়ানদের জন্য ওয়াশিং ইনিষ্টিটিউট গড়ার লক্ষ্য নির্ধারণ করা
হয়েছে।
২। প্রতি বছরের ন্যায় এ
বছর ও আরো জাকজমকপূর্ণ এবং সর্বোচ্চ উপস্থিতি নিয়ে বাৎসরিক মিলন মেলা-২০২৩ উদযাপন
করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে যা বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে
বলে আশা রাখছি। ভেন্যু নিশ্চিত করে আপনাদের তারিখ জানিয়ে দেয়া হবে।
৩। ওয়াশিং সেক্টরের সাথে কর্মরত
ম্যানেজার পদবীধারী সর্বোচ্চ ১০০ জন নতুন আজীবন সদস্য গ্রহণ করা হবে। আগ্রহীগণ আপনাদের
এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এবং অফিসিয়াল আইডি কার্ড আমাদের সাথে শেয়ার করে
৫০০০টাকা জমাদান পূর্বক সদস্য হতে পারবেন। যোগাযোগের নম্বর পেতে নিচে দেখুন।
৪। ৪৫৬ জন পুরাতন সাধারণ
সদস্যদের নবায়ন চলছে। আগ্রহীগণ ১০০০টাকা জমাদান পূর্বক দুই বছরের জন্য এই সদস্যপদ
লাভ করতে পারবেন। নবায়নের শেষ তারিখঃ ১৫ই এপ্রিল-২০২৩ইং। এই তারিখের পর কাংখিত সদস্যগণ
তাদের সদস্যপদ নবায়ন না করলে নতুন করে সাধারণ সদস্য গ্রহণ করা হবে।
৫। প্রতি দুই মাস পর একটি
করে টেকনিক্যাল ট্রেনিং সেশনের ব্যবস্থা করবে বি.জি.ডব্লিউ.টি.এফ যা ফেসবুক এবং ওয়েবসাইটের
মাধ্যমে আপনাদের জানিয়ে দেয়া হবে।
৬। খুব শীঘ্রই আজীবন
সদস্যদের হাতে বি.জি.ডব্লিউ.টি.এফ’র অফিসিয়াল আইডি কার্ড হস্তান্তর করা হবে এবং
পর্যায়ক্রমে সাধারণ সদস্যদের মাঝে ও বিতরণ করা হবে। ভবিষ্যতে এই আইডি কার্ডটি আপনার
আমন্ত্রণ পত্র হিসেবে কাজ করবে।
৭। বি.জি.ডব্লিউ.টি.এফ’র আজীবন
সদস্যদের জন্য হেলথ ইন্স্যুরেন্স সুবিধা নিয়ে ৫ সদস্যদের একটি টিম পুরোদমে কাজ
করে যাচ্ছে আশা করি খুব শীঘ্রই আমরা একটি ভাল ফলাফল পেয়ে যাবো।
৮। আগামী ৩১ই শে মার্চ রোজ
শুক্রবার পবিত্র রমজানে মাসে সবার উপস্থিতিতে ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা
হয়েছে ইনশাআল্লাহ । সবাই উপস্থিত থাকবার চেষ্টা করবেন।
সবাইকে বি.জি.ডব্লিউ.টি.এফ’র
পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে-
ইঞ্জিঃ মহাশিনউজ্জামান
শিশির
সাধারণ সম্পাদক
আব্দুস সামাদ
সভাপতি
সাধারণ সদস্য নবায়ন এবং আজীবন
সদস্য অন্তর্ভূক্তি বিষয়ক তথ্যের জন্য নিচের নম্বরে যোগাযোগ করুন-
ইবনে রেজওয়ান
প্রচার সম্পাদক
মোবাইলঃ 01717-680804