21 September 2015
কিডনী রোগীর সুচিকিৎসায় বিজিডব্লিউটিএফ'র আর্থিক অনুদান
হা-মীম গ্রুপের ক্রিয়েটিভ ওয়াশের R&D ম্যানেজার মি: শাহাদৎ হোসেন এর কিডনীর চিকিৎসার জন্য তার পরিবারের নিকট ২১শে সেপ্টেম্বর ২০১৫ সালে BGWTF এর সম্মানিত সভাপতি ও সহ-সভাপতিসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত থেকে ৭০হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।