রানা প্লাজা ধ্বসে বি.জি.ডব্লিউ.টি.এফ'র আর্থিক সহায়তা প্রদান
সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ২৪ এপ্রিল ২০১৩ সালে সকাল ৮:৪৫ এ ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে ডেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে। এ দূর্ঘটনায় ১১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয় যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।
সাধারণ জনগণ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। ভবনটিতে পোশাক কারখানা, একটি ব্যাংক এবং একাধিক অন্যান্য দোকান ছিল, সকালে ব্যস্ত সময়ে এই ধসের ঘটনাটি ঘটে।
ভবনটিতে ফাটল থাকার কারণে ভবন না ব্যবহারের সতর্কবার্তা থাকলেও
তা উপেক্ষা করা হয়েছিল। অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারীভাবে আহবান
করা হয়েছিল। বি.জি.ডব্লিউ.টি.এফ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অত্র
ফাউন্ডেশনের সদস্যগণ দ্রুত বিজিএমইএ অফিসে স্ব-শরীরে উপস্থিত থেকে তাদের হাতে আর্থিক অনুদান প্রদান করেন।